১৯৬১ সনের ১৬ অক্টোবর তারিখে ৩৭নং অধ্যাদেশ বলে ইস্ট পাকিস্তান এগ্রিকালচারাল ডেভলপমেন্ট করপোরেশন (ইপিএডিসি) প্রতিষ্ঠা লাভ করে, যা বর্তমানের বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) নামে। কৃষি মন্ত্রনালয়ের অধীনস্থ সংস্থা হিসাবে বিএডিসি কৃষি উপকরন ও প্রযুক্তিসমূহ কৃষকদের মাঝে সরবরাহকরনে এবং দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তোলা ও জনগনের খাদ্য নিরাপত্ত অর্জনে অব্যাহত ভূমিকা পালনে সহায়তা করতে অঙ্গীকারদ্ব।এ অঙ্গীকার বাস্তবায়নে বি্এডিসির প্রশাসন উইং, বীজ ও উদ্যান উইং, ক্ষুদ্র সেচ উইং এবং সার ব্যবস্থাপনা উইং একযোগে কাজ করে যাচ্ছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS